ভ্রমনে বিজ্ঞান
ফাহিম এবার তোর আমাদের সাথে টোরে জেতেই হবে। আরে বেটা বল্লেই হল নাকী, তুই তো জানিস আমার আবার বমির সমস্যা, বাসে বসলেই তো একেবারে গা ভাসিয়ে দিবো। ফাহিম ঔষধ নিয়ে নিস তাহলে, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ল
টোরের দিন....
ফাইনলাইলি তোকে দেখে ভালো লাগল, তুই যে আসলি এটাই অনেক। ফাহিমের পাশে তার ওই বেস্টফ্রেন্ড ফেরদাউস। বাস চলা শুরু করল, এই ফেরদাউস আমার বমির ট্যাবলেট টা তো আনতে ভুলে গেছি, এখন তো আমার মাথা ঘুমাচ্ছে। এই নে ট্যাবলেট আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেল বলল ফেরদাউস। কী ট্যাবলেট? জয়ট্রিপ। ওকেই
১২ ঘন্টার জার্নি প্রায় শেষ।ফাহিম ও সুস্থভাবে পৌছাল, এখন কানে কানে ফেরদাউস বলল ভাই তুই যে ট্যাবলেট খেয়েছিস তা কিন্তু সিভিট। একথা শুনে সে ফাহিম হতবাক তাহলে আমি কিভাবে সুস্থ। ব্রো সবই প্লাসিবো এফেক্ট।
প্লাসিবো টা কী ভাই, খায় নাকী মাথায় দেয়।
একটু ভেঙে ব্যাখ্যা করল ফেরদাউস
প্লাসিবো এফেক্ট হলো এক ধরণের মানসিক প্রভাব যেখানে কোনো নিষ্ক্রিয় পদার্থ (যেমন, চিনি বা লবণের ট্যাবলেট) রোগীর উপর ইতিবাচক প্রভাব ফেলে কেবলমাত্র রোগীর বিশ্বাসের কারণে। এই নিষ্ক্রিয় পদার্থকে প্লাসিবো বলা হয়
প্লাসিবো এফেক্ট কীভাবে কাজ করে:
মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন: প্লাসিবো গ্রহণের পর মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডোরফিনের মতো "ভালো অনুভূতি" তৈরি করে এমন রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায়।
কন্ডিশনিং: পূর্ব অভিজ্ঞতা থেকে, রোগীরা শিখতে পারে যে নির্দিষ্ট ওষুধ গ্রহণের ফলে তাদের অবস্থার উন্নতি হয়। যখন তারা প্লাসিবো গ্রহণ করে, তখন তারা একই ইতিবাচক প্রতিক্রিয়া আশা করে, যা তাদের উপসর্গগুলির উন্নতিতে অবদান রাখে।
আশাবাদ: প্লাসিবো গ্রহণকারী রোগীরা তাদের সুস্থতার ব্যাপারে আশাবাদী থাকে, যা তাদের শরীরের নিজস্ব নিরাময় প্রক্রিয়াকে উদ্দীপিত করতে পারে।
প্লাসিবো এফেক্টের প্রয়োগ:
চিকিৎসায়: প্লাসিবোকে প্রায়ই ঔষধের কার্যকারিতা মূল্যায়ন করার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহার করা হয়।
ব্যথার ব্যবস্থাপনায়: প্লাসিবো ব্যথার উপশমে কার্যকর হতে পারে, বিশেষ করে যখন ব্যথা দীর্ঘস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয়।
মানসিক স্বাস্থ্যের চিকিৎসায়: প্লাসিবো উদ্বেগ, বিষণ্নতা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলির চিকিৎসায় কিছুটা কার্যকর হতে পারে।
প্লাসিবো এফেক্টের সীমাবদ্ধতা:
সকলের উপর কাজ করে না: প্লাসিবো সকলের উপর কার্যকর হয় না। কিছু লোক প্লাসিবো থেকে কোনো প্রভাব পায় না।
নৈতিক বিতর্ক: প্লাসিবো ব্যবহারের সাথে কিছু নৈতিক বিতর্ক জড়িত। রোগীদের জানাশোনা ছাড়া প্লাসিবো দেওয়া ভুল বলে মনে করা হয়
মামা য়া যাক এইবার তো প্লাসিবো এফেক্ট দিয়ে বাচিয়ে দিলা। পরের বার আর এটা করিস না, দেখিস এই এক্রপেরিমেন্ট করলে আমি মারা পড়ব
0 Comments